বিধ্বস্ত দেশের উদাসীন রাজপথ ধরে,
ছাল-চামড়া ওঠা পায়ে হেঁটে চলি দু'শো মাইল।
ঘরে বসে চলে ওদের ইউটিউব-টিকটক ধুন্ধুমার!
আর খাদ্যের অন্বেষণে আমাদের জোটে খালি মার।
জানেন বাবু, আমরা বৌ-বাচ্চা নিয়ে ছয়দিন রাস্তায়।
আমরা হেঁটে চলি,
ছুটে চলি চুরি করা ভাঙা সাইকেলে।
খালি পেট,ঝাপসা চোখ;
প্রতি পদক্ষেপে মৃত্যুদিন কড়া নাড়ে।
আমরা নিম্নবিত্ত শ্রমিকের দল,
আমাদের থেকে বেশী আত্মনির্ভর আর কে ই বা হতে পারে!