আমি ধরো শহরের শেষপ্রান্তে দাড়িয়ে
মৃত যানজটে তোমায় আবিষ্কার করি,
তুমিও দূর থেকে আমি আছি বলে বাড়িয়ে
দাও হাত ! আমি আবার কলম ধরি..
আমি হয়তো সাজাতে পারি না ঠিক করে,
বিকেলের গল্পগুলো এলোমেলো হয়ে যায়
তোমারও তো পাশে বসার কথা ছিল হাত ধরে
মৃত যানজট আবার বাঁচতে চায় !
এখানে পুরোটাই জলের মত কঠিন,
কুয়াশার মত স্বচ্ছ,নিশ্চয়ই জানো
নরম চাদরে মুখ ঢেকে দিন
কেটে যায়-শীত চায় মৃত অঘ্রাণও |