আমি সিলেটি
——————
         সুপ্রিয়া চৌধুরী
           —————-
আমি সিলেটি বটে !
তবে সিলেট সম্বন্ধে জ্ঞান যদিও আমার
আছে খুবই সামান্য,—
ভাষাটি রপ্ত আছে, তবে ভাষার মাধুর্য্য বজায় রাখা
যায়নি মোটেই,— শুদ্ধ ভাষার জন্য।


শুদ্ধ ভাষা ঢুকেই পড়ে
এখানে ওখানে যখন তখন,-
অনধিকার প্রবেশ যেন তার অবাধ গতি—
তবে, তাকে আটকে রাখার, যে খুব একটা
প্রবল ইচ্ছে ছিল আমার-
তা, চেষ্টা করিনি আজ অবধি।


মনে হয়, ঠাকুমা দাদুর মুখেই শুনেছি
নিখাদ সিলেটি ভাষার বাহার,-
তার পর যেন, শুদ্ধ বাংলা আর সিলেটি
হলো, মিলে মিশে একাকার ।


আমরা ত আরো এক পা এগিয়ে,-
ছোটদের সাথে সিলেটি বলা ?
নৈব নৈব চ, এ আবার হয় নাকি !
এখন মনে হয়, সিলেটি ভাষার
বিলুপ্তির পিছনে আমরা কিছুটা
হলে ও দায়ী বৈকি !


হঠাৎ যদি সিলেটি ভাষা চর্চা
করার সুযোগ আসে
একে অন্যের হাত ধরে,-
এ সুযোগের সৎব্যবহার করে
বিলুপ্ত প্রায় ভাষাকে বাঁচিয়ে,
চলুন এগিয়ে চলি,
বাঁচি, সিলেটি পরিবারের সদস্য হয়ে,
একে অন্যের তরে ।
—————————