কবিতা
———-
সুপ্রিয়া চৌধুরী
——————
গর্ভে তোমায় ধারণ করিনি
এ কথা সত্য,
তবু তুমি আমারই সৃষ্টি,—
তোমার জন্ম মনের মাঝারে
মনের ভাবনায়, মনের গভীরে,
প্রকাশিত হয়ে তুমি বারে বারে
এনেছো পরম তৃপ্তি ।
তোমার জন্মের শুভ লগ্নে
মন ধরা দেয় কাগজে কলমে,
যেন হৃদয়ের যে কোনো গোপন কথা
হয়ে যায় লিপিবদ্ধ,-
মন কে নিংড়ে বের করে তুমি
শব্দে করেছো রূপান্তর, সৃষ্টি হয়েছে শিল্প !
তুমি প্রাণহীন চিরবন্দী ভাষায়,
শুধুই কবির কবিতা ?
তুমি অচল, অনড়, জড়পদার্থ,
শুধুই শিল্প ভাবনা ?
যুগ যুগ ধরে বহন করেছো
আবেগ, অনুভূতি, স্বপ্ন,—
নানান বাস্তব-অবাস্তব কল্পনা !
প্রতিধ্বনি তুমি যে কবির
শব্দরাজি তে সীমিত,
কিন্তু শব্দাতীত !
-ভাষা ই তোমার পরিচয়,
তুমি চাপা পড়ে থাকা ক্ষুদ্র স্ফুলিঙ্গ,
পরশে জাগাও স্পন্দন প্রাণে,
ভাব বিনিময় হয় অসংখ্য মনে,-
প্রাণ থেকে প্রাণে ছড়িয়ে পড়ে,
হৃদয়ে মিলে হৃদয় ।
ঘুচে যাক্ সব রাগ-অভিমান,
বিদ্বেষ, ঘৃণা,— যত বিষণ্ণ স্মৃতি,
হৃদয়ে ভরে দাও খুশী-আনন্দ,
সুখ-শান্তি, ভালবাসা ও প্রীতি !
তবেই সফল হবে তোমার যাত্রা,
আমার সৃষ্টি !
গর্বিত হয়ে দেখবো তোমায়,
তুমি কবিতা,—তুমি আমার ই সৃষ্টি !
এ এক অপুর্ব অনুভূতি !
—————————————