কেন মন কষাকষি, লড়াই, দ্বন্দ্ব আজ মানুষের মধ্যে,
পরোয়া করেনা একে অপরের, মেতেছে উন্মত্ত যুদ্ধে,
জাগাও প্রেমপ্রীতি এদের মাঝে, ঘুচিয়ে মনের গ্লানি,
হে ঈশ্বর, আল্লা ! দয়াময় তুমি, এসো এদের সান্নিধ্যে।