মেয়েটির রং কালো
সকাল সন্ধ্যা হাজার নিপীড়নের আলো।
দুধে আলতা নই
মুখের গড়ন সেটাও বা কই  ।
প্রতিনিয়ত অবহেলার  দৃষ্টি
চোখের কনে অবেলার বৃষ্টি।
বাপ মায়ের দুশ্চিন্তায় কাটে রাত,
এই বুঝি বাড়ল নগদের হাঁক ।
ভেতর যদি ময়লা হয়
সুন্দরি হয়ে লাভ কি হয়?
অপ্রাপ্তির বেদনায় সমাজকে দায় করে কালো মেয়ে
ভালোলাগা ছেলেটিকে মনের কথা বলতে না পারার কষ্ট,
ভাল result থাকা ষত্বেও সবার পেছনে পড়ে থাকার কষ্ট,
আমাবস্যা মুখ নিয়ে ঘাত প্রতিঘাত লড়াই কষ্ট আর শুধুই কষ্ট।
আমাদের ঘড়ের মেয়ে প্রদীপ জ্বালিয়ে অন্ধকার মনে আলো জ্বালাতে আজ বদ্ধ পরিকর।