বাজারে ভাই লাগলো আগুন
গরীব লোকের মাথায় হাত
অন্ন জোগাড় করতে গিয়ে
হচ্ছে সবাই কুপোকাত।
তিরিশ টাকা চালের কিলো
আঠাশ টাকা আটা
ছয় টাকাতে একখানা ডিম
তাও আবার ফাটা।
ষাট টাকাতে পিয়াঁজ বিকোয়
সাতাশ টাকায় আলু
হিমঘরেতে করছে মজুত
কেষ্ট, বিষ্টু, লালু।
দেড়শ টাকায় এক কিলো ডাল
কুড়ি টাকায় নুন
আশি টাকায় বেগুন বিকোয়
নেই কোন যার গুণ।
লাউ, কুমড়ো, ডাঁটা, ঝিঙে
সবই আকাশ-ছোঁয়া
রোজ সকালে বাজার গিয়ে
দেখছে সবাই ধোঁয়া।
উচ্ছে, পটল, ঢ্যাঁড়শ, পেঁপে
সবই চরা দাম
অর্থ জোগাড় করতে মোদের
ছুটছে যে কালঘাম।
মজুতদাররা করছে মজুত
মাঝখানে তে ফোঁড়ে
টাস্ক ফোর্স টা নামেই আছে
কেই বা এদের ধরে?
চান যদি তাই দাম কমাতে,
নেভাতে এই আগুন,
এগিয়ে আসুন সবাই মিলে,
জাগুন শীঘ্র জাগুন।।