নয় হিন্দু নয় মুসলিম নয় খ্রিস্টান, আমি নাস্তিক।
আমি ধর্মের সারমর্ম বুঝিয়া হতেই চাইনি আস্তিক।
তুলে নিয়েছি কলম হাতে তুলিনি খড়্গ তলোয়ার।
লেখনি দ্বারাই করতে চেয়েছি ভণ্ড জগত ছারখার।
হত্যা করলে এই ভেবে যে, বেঁচে থাকা মোর অনুচিত।
নিজের অজান্তে সৃষ্টি করলে শত সহস্র অভিজিৎ।
আমার রক্তে রেঙে দিয়ে গেলে বাংলার এ আকাশ।
এই রক্ত দিয়েই লিখে গেলাম আজ তোমার সর্বনাশ।
মোর রক্তের দাগ লেগে রবে ধর্মান্ধের গায়।
ছিলাম-রয়েছি-যুগে যুগে রব আমি আভিজিৎ রায়।