প্রচুর পরিমাণে বানান ভুল হচ্ছে কবিতায়, এটা বাংলা-কবিতা ওয়েবসাইট এবং বাংলা সাহিত্যের জন্য খুবই খারাপ। বানানে যে ভুল গুলি আমার লক্ষ্যে আসে আমি সেগুলো যথাসম্ভব indicate করার চেষ্টা করি। এবং বেশিরভাগ ক্ষেত্রেই লক্ষ করি, কবি সম্পাদনা করে বানানটি ঠিক করে নেন, তখন খুব ভালো লাগে। আবার কিছু ক্ষেত্রে লক্ষ্য করি যে, কবি ছোট্ট একটা ধন্যবাদ দিয়ে স্বস্তিতে থাকেন। বানানটা আর ঠিক করেন না।
যাইহোক আলোচনাতে আজকে লেখার আমার একটা উদ্দেশ্য হল.. আজ কবিতা আসরে গিয়ে দেখলাম, একাধিক কবিতার শিরোনাম গুলোরই বানান ভুল। এমন হচ্ছে না তো যে, ‘বাংলা-কবিতা’ ওয়েবসাইট আমাদের লেখালিখির জন্য একটা প্লাটফরম গড়ে দিয়েছে। লিখতে হবে একটা লিখেই দিই।
বানান ভুল আমারও হয়, ভুল হয় না এমন মানুষ নেই। তবে কিছু কিছু ভুল চোখে এলে, এভাবে না বলে থাকা যায় না। আধুনিক সাহিত্য কবিতা বাংলা ব্যাকরণের ধার ধারে না, কবিতা লেখাকে আজ অনেক সহজ করে দিয়েছে। তবে বানানে গাফিলতি করা, ভুল করাটা একটা মারাত্বক খারাপ দিক।


লেখালেখির ক্ষেত্রে এই দিকটা যদি একটু গুরুত্ব দিয়ে দেখেন সবাই তবে খুব ভালো লাগবে। আর সাহিত্যের জন্য এটা খুব ভালো হবে। পাঠকরা সন্তুষ্টি পাবে।