বাংলাতেও বিকাশ হবে প্রভু দিলেন বর।
দিল্লি থেকে এলেন দাদা গড়তে গোয়ালঘর।
বললে হেঁকে ঢের হয়েছে উন্নয়নের ত্রাস।
আজ থেকে স্রেফ বিকাশ হবে, বন্ধ ছাগল চাষ।
মিস্ত্রি এল জাপান থেকে, ম্যাপ দেখালো রুশ,
স্বয়ং দাদা জানিয়ে দিলেন,- টার্গেট একুশ।
দীর্ঘে যেমন প্রস্থে তেমন, আয়ত সীমা নাই,
হাতে সময় দু-মাস, গোয়াল তৈরি থাকা চাই।
গোয়ালঘরের সাইজ দেখে বললে গুণীজনে,
বাংলা হবে দেশের সেরা সোনা উৎপাদনে।
বাছুর অনেক যোগাড় হল বকনা এবং এঁড়ে
খামার ভেঙে গড়তে গোয়াল লেগে গেল মাস দেড়ে।
প্রায় মাস দুয়ে সব মিটে গিয়ে, চিন্তা একটাই...
অভাব পড়লো গুটি কয়েক দামাল দুধেল গাই।
সোনার বাংলা গড়ার কথা ভুললে কি আর চলে!
বাংলা সোনায় মুড়তে হবে ছলে-বলে-কৌশলে।
বিকাশ যেন ফাঁকি না যায় বললে দাদা সাফ।
বিন্দুমাত্র চুক হলেও পাবেনা কেউ মাফ।
অনেকটা পথ এগিয়ে এসে হেয়ো করে হয়রানি।
বিনু সেকরা বুঝতে পারে সোনার অভাব খানি।
বাছুর গুলোর গাভী হতে আগামী বর্ষা।
নিরুপায়ে গর্ভবতী ছাগলই ভরসা।