বিবর্ণ বালুচরে সারাটা বছর কাটে,
গণতন্ত্রের খুন করে চলি পথেঘাটে!
জননী নিলামে ওঠে বোন ধর্ষিতা হয়!
চোখে কানে হাত চেপে এ হৃদয় সব সয়!
পেছনের হাইড্রেনে গঙ্গা মুক্তি পাক!
আধ ঘটী ঘোলা জলে সমাজটা ডুবে যাক!
আমিতো খেলছি সুখে পিটুইটারির গেম!
তবু,-
তেরঙা হাতে পেলে নিজের নিজেকে ভুলে,
হুট করে জেগে ওঠে দেশপ্রেম।


প্রেমে প্রেমে আর প্রেমে গড়েছি ইন্দ্রজাল,
স্বাধীনতা জিনিসটা আমার বাপের মাল!
পেয়েগেছি স্বাধীনতা ক্যরামতি দেখাতে,
স্বাধীন জোকার সেজে সার্কাস শেখাতে!
কিবা ঠিক কিবা ভুল ডাইনে কিংবা বামে,
রাজপথ ফুটপাথ সকলি বাপের নামে!
এক্সিলেটর চেপে রকেটর মজা পাই,
পিষে মরে ভিখারিটা আমার কি এসে যায়,
আ-মি ভাই বেঁচে গেছি সেম - সেম।
তাই,-
মিছিলের লাইনেতে গলাটা সারিয়ে নিতে,
হুট করে জেগে ওঠে দেশপ্রেম।


আরে স্বাধীনতা দেশপ্রেম, পিটুইটারির গেম,
টাকা দিলে স্বাধীনতা পাখা পায়।
দেশের ওই মেয়েটার ওড়নাটা খসে গেলে
               জিভ দিয়ে দেশপ্রেম উবে যায়।