দেওয়ালে প্রাচীরে যত্নে সাজিয়ে দিয়ে নাম,
তোমারি রক্ত শীত ঘুম দেয় অবিরাম।
ভুলেছে কিশোর যুবক হয়ে উঠতে,
ভুলেছে বলতে ভুলেছে চলতে, ছুটতে।
ফিরে এসো হে বীর শিশু হে বীরবল,-
শেখাও তোমার দেশপ্রেমের কৌশল।
আজ এ বেলায় গহীন অন্ধকারে।
নিশানা যেন লক্ষ্যভেদিতে পারে।
ফিরে এসো হে বীর শিশু হে বীরবল,-
বিপ্লব হোক আমর এবং অবিরল।