হে অচেনা,
দেখি, ধূসর ঘোমটা টানি মুখ ঢাকে গোধূলি।
রাখালের গরু পাল উড়াইয়া ধূলি,
ছােটে গোকুলে।
ক্লান্ত পাখির দল ফিরে যায়, খুঁজে নেয় নীড়।
স্মৃতির চাদরে মোড়া হৃদ সুনিবিড়,
স্তব্ধতা স্থিতি ধরে মালতী ফুলে।
তব পথ চেয়ে আজও প্রদীপ উঠানে,
হে অচেনা, পড়ে না কি মনে?
একবার, শুধু একবার,
উকি মেরে দেখ নিজ হৃদ চৌকাঠে,
মুখ ফুটে বল, কোথা যাই রে....
আধেক ভেতরে, আধেক রয়েছি আমি বাইরে!