যে আগুন লুপ্ত বেশে সুপ্ত তোমায় হৃদ মাঝারে।
পেলে জল জ্বলার মতন আতস নাচে ফুলকি ঝরে।
‘যে জলে আগুন জ্বলে’ নয় সে তো জল, সে জল-সোনা!
যদি পাও তেমন নদী জানিও আমায় তার ঠিকানা।
যে নদী জোয়ার ভাটায় বক্ষ ছিঁড়ে কপোল ভাসায়।
আমি হই আগুন কাঠি তেমনই এক নদীর আশায়।