রাত্রির রং নাকি নীল হয়।
শেষ দেখা দুজনায় গেরুয়া গোধূলি।
চোখে চোখ, হাতে হাত,
স্বপ্ন বৃষ্টি ভেজে, আর শরীর ঘামে।


সময়ের ধূসর মলাটে দু-জোড়া চোখ
মরিচিকার মতো লীন হয়ে যায়।


তারপর আলোকবর্ষ পেরিয়ে,-
আমি পড়ে আছি গোবি-সাহারায়,
আর তুমি ভূমধ্যসাগরে।


কথা ছিল তোমার জল
মাঝে মাঝে আমার শিকড় ছুঁয়ে যাবে।
আমি নদী পাড়ের গাছ, তুমি হবে অথৈ নদী।


কথারা আজও রঙ মাখে।
গোধূলির রং এখানে ও গেরুয়া।


এখানে মরীচিকা রাত্রিরে রং মাখে।