পাপড়ি মেলা গোলাপ- চাই না।
লজ্জা রাঙা পলাশ- চাই না।
ধূসর এই জীবন আমার বালুচরেই থাক।
মরীচিকায় স্নান সেরেই আত্মতৃপ্তি পাক।
শূন্য টবই পড়ে থাকুক!
বৃষ্টি তোকে বিদায় দিলাম,-
এখন পৌষ মাস।
যাওয়া বেলায় শ্রাবণ হলে-
আপন ধর্ম একটু ভুলে, শুধু–
শিথিল কটি রজনীগন্ধা ছড়িয়ে দিয়ে যাস।