আরো হাজারটি বছর পার হয়ে গিয়ে,-
কখনও উষার আভায় বলাকার ভিড়ে,
কখনও সন্ধ্যা হলে পাখিদের নীড়ে,
কখনও বা মাঝরাতে ওই দূরাকাশে,
কখনও শিশির হয়ে উঠানের ঘাসে।
হয়তো কখনও আমি মিঠে রোদ হয়ে,
ঝরে যাবো পৃথিবীর প্রতি কোনে কোনে।
হয়তো রব না,- হয় রয়ে যাবো মনে.....


লালপাড় সাদা শাড়ি এলো চুলে,
খোঁপা ভরা সন্ধ্যামালতী ফুলে,-
হয়তো কলস কাখে পুকুর পাড়ে,
জানি তুমি হবে কোন পল্লির বধু,
আমি রব দিঘি জলে, হব শালুকের ফুল,
যদি কভু মন চায়,-   ছুঁয়ে যেয়ো শুধু।