সবার কাছে নিজেকে আলাদা দেখাতে
সবাই একটু ভিন্ন সুরে গায়।
কিন্তু শেষে সবাই’তো সেই একদিন
সবার মতো’ই সবাই হয়ে যায়।


সবার থেকে নিজেকে একটু লুকোতে
সবাই একটা মুখোশ পরে রয়।
সবাই আবার মুখোশ টেনে খুলতে
অন্য জনে মুখোশধারী কয়।


সবার মতোই আমিও নিজেকে লুকিয়ে
ভেবেছি নিজেকে সবার থেকে ভিন্ন।
সবাই পাছে আমার মতো হয়ে যায়
তাই’তো নিজেকে নিজেই করেছি বন্য।


সবার দিকে সবার মতো তাকিয়ে
সবাই নিজেকে ভিন্ন ভাবে চায়।
কিন্তু শেষে সবাই’তো সেই একদিন
সবার মতো’ই সবাই হয়ে যায়।