হোক,- তবে তাই হোক,
আকাশটা কালো রঙে রাঙা,
আর মাটিটা রাঙিয়ে দে রক্তের লালে।
আমি দেখে যেতে চাই তোর অঙ্কন কেলি,
রেখে যেতে চাই স্মৃতি অনন্ত কালে।
গুহার দেওয়াল হব আমি,
হব আমি গড়ের প্রাচীর,
কিংবা সে পাণ্ডুলিপি।
তুই কালি হয়ে ঝরে পড়,
লাল কালো ধূসরের রঙ হয়ে ঝরে যা একাকী।
আমি হব না চিকন বালু সমুদ্র তটে,
হব আমি পাহাড়ি পষাণ।
তুই লিখে দে আমার গায়ে ইতিহাস গাথা,
স্তব্ধতা ভেঙে ফেল, কর খানখান।
এক হাতে ধর তুলি, এক হাতে হাতুড়ি।
আকাশটা কালো রঙে রাঙা,
আর মাটিটা রাঙিয়ে দে রক্তের লালে।
আমি দেখে যেতে চাই তোর অঙ্কন কেলি,
রেখে যেতে চাই স্মৃতি অনন্ত কালে।