কোনো কাজে মন বসেনা ছন্দ হীন জীবনে।
রাতের কালোর চেয়েও কালো আঁধার ছেয়েছে মনে।
মনের আশা, মুখের ভাষা সব হয়েছে অর্থ হীন।
গোলাপ, ডালিয়া, পলাশ, জিনিয়া লাগেনা রঙিন।
দিনের সূর্য, রাতের তারা সব থাকতে একা।
হয়না সফল স্বপ্ন আমার বৃথাই স্বপ্ন দেখা।
শীতের শিশির,  বৃষ্টির জল শুকনো মনে হয়।
মেঘের চাদর মনের কষ্ট আড়াল করে রয়।
এই হয়তো আসছে তুফান শঙ্কা সারা ক্ষণ।
ঝড়ের শব্দে থমকে দাঁড়ায় ছন্দ হীন জীবন।