তারপর তোকে রাঙিয়ে দিতাম রামধনুতে
হৃদয় থেকে সমস্ত রঙ নিগড়ে নিয়ে,
মনের মাঝে লাল-হলুদের মশাল জ্বেলে।
কৃষ্ণ যেমন রাইকে রাঙায় আবীর রঙে,
আমিও ঠিক তেমন করেই রঙ লাগাতাম তোর দু-গালে।
হয়তো বা তুই আগের থেকেই লজ্জা মেখে
টুকটুকে লাল হয়েই গেছিস মনে-প্রানে,
রামধনুদের সবটুকু লাল চুরি করে
লাল পলাশে লুকিয়ে আছিস এই ফাগুনে।
যতই খেলিস লুকোচুরি, পারবিনা তুই,-
রইবো আমি লাল পলাশের গন্ধ মিশে,
তোর হৃদয়ের গন্ধ আমার জানাই আছে,
তোকে আমি খুঁজেই নিতাম এক নিমেষে।
আকাশ থেকে সবটুকু নীল নামিয়ে এনে,
ইচ্ছেমত রাঙিয়ে দিতাম তখন তোকে।
একমুঠো রঙ উড়িয়ে দিয়ে দখিন বায়ে,
নীল শুভেচ্ছা জানিয়ে দিতাম বসন্তকে।