ভিড়ের ভেতর নিজেকে মনে হয় ভাঁড়।
তাই দলছুট পিপড়ার মতো নির্জন দেয়ালে দেয়ালে হাঁটি।
কোথাও সবুজ পাতায় নুয়ে পড়া গাছ
দেখলে মনে পড়ে মাতামহের মুখ,
এর তলে তাহলে একটু সময় জিরিয়ে নেওয়া যেতে পারে।
পথে পথে ঘুরি, পায়ের তলে নরম ঘাস,
দুয়েকটা ধ্রুবতারা যেন অনুজপ্রতীম
ও প্রেম, তোমাকে ধন্যবাদ , তবু তো লগ ছাড়ো না।
প্রেমহীন মানুষই আসল এতিম।
খুব ভালো লাগলো কবিতা। আন্তরিক শুভেচ্ছা রইলো প্রিয় কবি।
শ্রদ্ধেয় প্রিয় কবিবরের প্রেমহীন মানুষই তো আসল এতিম লেখনিটি বেশ লাগলো। শুভেচ্ছা জানবেন সতত।
করিবেন গ্রহণ শুভেচ্ছা- হৃদয়েতে দিয়ে ঠায়
নিবেদনের ছলে ভাললাগাতে রইলেন এ মনোকোঠায়।
শিউলি কিম্বা শারদ শুভেচ্ছা করিবেন গ্রহণ আজ
আপনাকে জানাই শুভেচ্ছা সতত- অন্তর বলে যায়।
থাকবেন সুখে সুস্থ শরীরে- মনটি যেন থাকে ভাল
লিখিয়া চলেন আসরের তরে- লিখুন আজ পাতা ভরে।
ধন্য আমি ধন্য লেখক- ধন্য বাংলা আজ
তোমার মত লেখক পেয়ে- লিখছি দেখ আজ।
লেখার ছলে পাতার তরে- লিখুক না কেন লেখনগুলো
উৎসাহ দান করি আমি- আগত ওই নতুন তরে।
ভুলত্রুটি মার্জনিয়।
দারুণ প্রেমের অনুভূতি। শুভকামনা রইল কবিবন্ধু।
বেশ ভালো। অনেক শুভেচ্ছা।
আহা! Unimpeachable
ভালো লিখেছেন কবি বন্ধু ।শুভেচ্ছা জানবেন ।ভালো থাকবেন ।