হৃদয়ে কি বৃষ্টি হচ্ছে? ছাতা ধরে বসে আছো যে !!!
.
হৃদয়ে বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না
না জেনেই ছাতা ধরে বসে থাকার নাম লংতরাই!
মেঘদূত ছাতা ধরে বসে থাকে , কালিদাস মহাশয় জানেন
যে কোন বিষণ্ন হাসি গড়িয়ে পড়ে লংতরাইয়ে; শেষ পর্যন্ত
জয়ী হয় গন্তব্যবিহীন প্রণয়ই; কারণ হৃদয়ের মতো তরঙ্গধূসর
কোন খামারবাড়ি নেই, দুষ্ট কোন রাখালও নেই!
হৃদয়ের বৃষ্টি হচ্ছে েলেখনিটি বেশ লাগলো। সুন্দর অনুভূতিতে লেখা ও বেশ সুন্দর কাব্য। জানবেন শারদীয়া শুভেচ্ছা প্রিয় কবি।
হৃদয়ে বৃষ্টি হলে ভিজতে দেরী করবেন না যেন -
শুভ কামনা রইল।
বেশ ভালোলাগা কাব্য।
শুভেচ্ছা জানবেন প্রিয় কবি