ঈশান কোণে মেঘ জমেছে
নীল গগনের বুকে,
অঝোর ধারায় ঝরুক বাদল
ভিজবো মনের সুখে।


ডালে বসে আজ কাঁপবে বুঝি
বৃষ্টি ভেজা কাক,
বৃষ্টি ভেজা জলজ বাতাস
মনটা ছুঁয়ে যাক।


আনন্দেরা সব পেখম মেলে
নাচবে ময়ূরীর মতো,
বৃষ্টির জলে আজি ফেলবো ধুয়ে
আছে মনেতে দুঃখ–গ্লানি যতো।


মেঘ ঘনালো আঁধার হলো,
বৃষ্টি বুঝি আসন্ন,
হঠাৎ না জানি কোথা হতে
এক তপ্ত বাতাস এলো!
মেঘ সরিয়ে চারিপাশটা করলো
রৌদ্রতে আচ্ছন্ন।


মোর চাতক মনটি এদিক ওদিক সবদিক পানে চায়
পায়না তবু কোথাও এক খন্ড মেঘের দেখা হায়!


আজ, না হলো আর দুঃখ ভোলা,
না হলো আর কদম তোলা,
আর না আছে আজ
কাব্য লেখার কোনো প্রয়োজন;
রইলো পড়ে মলিন বেশে
কাজল চোখে দিনের শেষে,
বৃষ্টি ভেজার সকল আয়োজন।


মনটি আমার এমনি করে
নানা বিষাদে উঠছে ভরে রোজ,
মনের কোণে মেঘ জমেছে
কেউ রাখেনা খোঁজ ।