⚫কবিতা:
তুমি কি ভালোবাসবে আমায়?
যদি জানতে পারো,
রূপনগরের রাজকুমারীর মতো
আমার নেই কোনো রূপ !
তুমি কি ভালোবাসবে আমায়?
যদি বলি দেখো,
দেখতে আমি স্থূলকায়,
ছোট্ট হাতি স্বরূপ!
🟢কবি:
আমি ভালোবেসেছি তোমায়
তাই দেখবো না তোমার
আছে কি রং রূপ,
তোমার মায়াবী ভালোবাসায় আমি
খুঁজে নিবো আপন সুখ।
আমি ভালোবেসেছি তোমায়
যেমনি হোক তোমার আকৃতি,
তোমায় নিয়ে গড়েছি প্রিয়
আমার পৃথিবীর প্রকৃতি।


⚫কবিতা:
তুমি কি ভালোবাসবে আমায়?
যখন পাবে না খুঁজে
আমার মাথায়
ঘন কালো কেশ।
পাবে না খুঁজে মোটেও তখন
ছন্দ লেখার রেশ !
🟢কবি:
আমি ভালোবেসেছি তোমায়
যেমনি থাকুক তোমার মাথার কেশ,
সেই কেশেতে খুঁজে নিবো
আমার ছন্দের রেশ।
তোমার কাছে সেই নির্মল ছন্দ
নিশ্চয়ই হবে বেশ!


⚫কবিতা:
তুমি কি ভালোবাসবে আমায়?
যখন জানবে তোমার আনা
গোলাপটি আমার,
সবচেয়ে অপ্রিয় ফুল!
কানে ফুটো করিনি কভু
যেথা পড়াতে চেয়েছিলে
তোমার আনা দুল!
🟢কবি:
আমি ভালোবাসবো তোমায়
যদি নাইবা নাও
আমার লাল গোলাপ ফুল,
ভালোবেসে তোমায় এনে দিবো
দেখো সাদা শিউলি ফুল।
সেই ফুল নাইবা হলো
তোমার কানের দুল,
শিউলি ফুলের সুবাস নেয়া দেখে
হবো আমি তোমার প্রেমে ব্যাকুল।


⚫কবিতা:
তুমি কি ভালোবাসবে আমায়?
যখন দেখবে আমার মুখে
হাজারো নখের দাগ !
স্বভাবে আমি স্বার্থপর ভীষণ,
আমার জিনিসের দেইনা কাওকে ভাগ !
🟢কবি:
তোমার মুখে থাকে যদি
হাজারো নখের দাগ,
ভালোবেসে তোমায় বুঝিয়ে নেবো
ফেলোনা গো আর আঁচড়ের দাগ।
স্বভাবে যদি হও তুমি ভীষণই স্বার্থপর
তবুও তোমায় নিয়ে গড়বো আমার
ভালোবাসার কুড়েঘর।
তোমার জিনিসে নাইবা দিলে
আমায় একটু ভাগ,
তা নিয়ে প্রিয় করবো নাকো
একটু খানি রাগ !


⚫কবিতা:
তুমি কি ভালোবাসবে আমায়?
জানবে যখন আমি পারি না
রাধঁতে কোনো পদ,
ভাববে না তো চাপড়ে কপাল
হায়রে, এনেছি ঘরে এ কোন আপদ!
🟢কবি:
আমি ভালোবাসবো তোমায়
যদি না পারো রাধতে
আমার প্রিয় খাবার,
তোমার হাতের ডাল ভুনাটি
খেতে চাই বার বার।
ভাববো নাকো কপাল নিয়ে
থাকবো সুখে ডাল ভাত খেয়ে।


⚫কবিতা:
তুমি কি ভালোবাসবে আমায়?
যখন জানবে আমি ভালোবাসিনা
সাঁজতে কোনো সাজ,
খুব সাধারণ রূপটি প্রকাশে আমার
হয়না কো কভু লাজ!
🟢কবি:
আমি ভালোবাসবো তোমায়
তুমি সাজবেনা কভু জানি
সাধারণ রূপেই তুমি আমার
প্রেম নগরের রাণী।


⚫কবিতা:
তুমি কি ভালোবাসবে আমায়?
যখন দেখবে আমি প্রতি মাসে
বাঁধিয়ে বসি অসুখ,
সেবা করে বারটি মাস মা আমার,
বিলিয়ে দেন যে তাঁর সুখ !
🟢কবি:
আমি ভালোবাসবো তোমায়
যদি বাঁধাও হরেক রকম অসুখ
তোমার সেবায় খুঁজে নিবো প্রিয়
আমার সকল সুখ।


⚫কবিতা:
তুমি কি ভালোবাসবে আমায়?
যখন দেখবে আমি,
ভীষণ খামখেয়ালী!
সোজা-সাপ্টা জবাব যে দেই
না করে কোনো হেঁয়ালি!
🟢কবি:
তোমার খামখেয়ালী মেনে নিতে
প্রিয়, আমি রাজি
তোমার সোজা সাপ্টা জবাব নিয়ে
করবোনা কোনো কারসাজি।


⚫কবিতা:
তুমি কি ভালোবাসবে আমায়?
যখন জানবে আমি
চশমা ছাড়া অন্ধ!
কবিতা ছাড়া পাই না খুঁজে
প্রেমের কোনো গন্ধ!
🟢কবি:
আমি ভালোবাসবো তোমায়
যদিও হও চশমা ছাড়া অন্ধ
আমার চোখের আলোয়
দেখিয়ে দিবো পৃথিবীর সব রন্ধ্র।
কবিতার ছন্দে পাইয়ে দিবো
আমার ভালোবাসার গন্ধ।


⚫কবিতা:
তুমি কি ভালোবাসবে আমায়?
যখন পাবে না খুঁজে আমার দেহে
মিষ্টি কোনো ঘ্রাণ!
এমন কাওকে পারবে দিতে
উজাড় করে প্রাণ?
🟢কবি:
আমি ভালোবাসবো তোমায়
যদিও না পাই তোমার দেহে
মিষ্টি কোনো ঘ্রাণ...
বাসবো ভালো তখনো তোমায়
উজাড় করে প্রাণ।


⚫কবিতা:
তুমি কি ভালোবাসবে আমায়?
চলবে কি আমার সাথে
জীবনের বাকিটা পথ?
🟢কবি:
আমি ভালোবাসবো তোমায়
তোমার পাশে থাকতে যে চাই
সতত তোমায় রেখে পাশে
জীবনের বাকিটা পথ হাঁটতে চাই।


⚫কবিতা:
মানতে পারবে কি কভু,
আছে আমার আরো যত
না বলা সব খুঁত?
পারবেনা জানি কারণ
খোঁজে যে সবাই
সুন্দরী এক ললনা নিখুঁত।
🟢কবি:
আমি মেনে নিবো তোমার
আছে যত না বলা খুঁত,
তোমার মতই আমিও মানুষ
নয়তো পরিপূর্ণ নিখুঁত !
পারবো নিশ্চয়ই জানে এই মন
তোমায় নিয়েই ভাবি যে সারাটিক্ষণ।