মা মানে     এক আকাশ ভালোবাসার নাম
মা মানে     যার স্নেহের হয়না কোন দাম।
মা মানে     কড়া শাসন আর দুষ্টু–মিষ্টি আদর
মা মানে     যাঁর কাছে আমি লক্ষ্মীছাড়া, বাঁদড়!
মা মানে     সব অলসতা হার মানে যাঁর কাছে
মা মানে     আঁচল জড়িয়ে বায়না ধরে ঘুরি যাঁর পাছে।
মা মানে     দক্ষ হাতে পরিবার চালনা
মা মানে     যাঁর কাছে ধরা পড়ে যায় সব ছলনা।
মা মানে     নিঃস্বার্থবান, সেরা বন্ধু একজন
মা মানে     তিনকূলে আমার সবচেয়ে প্রিয় স্বজন।
মা মানে     জীবনযুদ্ধে যে হতে শেখায় বীর
মা মানে     পরম যত্নে যে গড়ে তোলে আমাদের নীড়।
মা মানে     কথায় কথায় বাঁধে খুনসুঁটি যাঁর সাথে
মা মানে     যাঁর হাত ছেড়ে হাঁটা বারণ পথে।
মা মানে     ঝাটা, জুতো, খুন্তি নিয়ে দৌঁড়ানি
মা মানে     সকাল–বিকেল পাওয়া অক্লান্ত উপদেশ–বাণী।
মা মানে     সব স্বাধীনতা বন্দি যার হাতে
মা মানে     যাঁকে জড়িয়ে ধরে নিশ্চিন্তে ঘুমাই রাতে।
মা মানে     আমার সাফল্যে যাঁর মুখে ফোঁটে আনন্দের হাসি
মা মানে     জ্যোৎস্না রাতে শোনা রূপকথার গল্পের রাশি।
মা মানে     বিশ্বমাঝে সবার সেরা রাধুঁনী
মা মানে     যাকে ঘিরে আমার সমগ্র অবনী।