জগৎ জুড়ে কতো নিয়ম
    জানো নাকি ভাই!
এই দেখো না কত নিয়মের
    গল্প বলে যাই।


নিয়ম আছে খানা-পিনায়
    নিয়ম আছে পড়ায়,
নিয়ম আছে নৃত্য আর
    সুর-সঙ্গীত চর্চায়।


নিয়ম আছে মাছ ধরাতে
    চাষ-বাসে তেও ভাই,
নিয়ম হীনে আমরা সবাই
    সাফল্যের পথ হারাই।


জগৎ জুড়ে কতো নিয়ম
    সব যাবে না গোনা-
খুঁজলে পাবে জগৎটাকেই
    নিয়মের ছকে বোনা।