সুদীর্ঘ পথ দিতে হবে পাড়ি
সব পিছুডাক সব মায়া ছাড়ি,
সব পিছুটান পিছে ফেলে চলি,
ধীরে চল ওগো, সময়কে বলি।
আপনাকে হারিয়ে আপনার মাঝে,
বিলুপ্ত আমিকে খুজে ফিরি সাঁঝে।
ফিরে ফিরে চাই অতীতের পানে,
আপনারে খুঁজি অপরের গানে।
তবু ছুটে চলি অসীমের দিকে,
অধরাকে নিব আপনার বুকে,
ছুঁতে হবে নীল, পণ করি রোজ,
অবিরাম চলি, কবে পাই খোঁজ !


জানিনা এই কবিতাটি কার লেখা.......................


যখনই কোনো পিছুটান ফেলে সামনে এগিয়ে যেতে হয় তখনই এই কবিতাটি পড়ি....
এই কবিতাটায় প্রাণ আছে.....


বাংলা কবিতা থেকে সাময়িক বিরতি নিচ্ছি...(প্রায় ৫ বছরের জন্য)
ইন শা আল্লাহ বেচেঁ থাকলে আবার ফিরে আসবো...
তবে মাঝে মাঝে লিখবো।


বাংলা কবিতা থেকে প্রচুর অনুপ্রেরণা পেয়েছি যার বদৌলতে আমার কবিতার সংখ্যা আজ ২৭
(খুবই সামান্য, হা হা !)


আমার জন্য দোয়া প্রার্থনা ও সবার সুস্থতা কামনা করছি।


আর একটি আনন্দের সংবাদ হলো আমার (নবীন মাহমুদ) সম্পাদিত “বাবা মানে বটবৃক্ষ” কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছে। আমি ভীষণ আবেগাপ্লুত।