নিরন্তর ছুটে চলা আমার এ কর্মময় জীবনে
শত ব্যস্ততার ভিড়ে
খুঁজে পাওয়া কোনো এক অবসরে বসে,
আমি একটি কবিতা লিখতে চাই,
আত্মচিন্তা ভুলে, ছন্দের ঝাঁপি খুলে
সেই কবিতায় আমি,
আমার সকল না বলা কথা বলতে চাই।

সেই কবিতায় আমি,
তারুণ্যের দৃপ্ত চেতনার কথা বলতে চাই
শিক্ষার আলোয় আলোকিত জাতির কথা বলতে চাই।
কবি ও কবিতার কথা বলতে চাই
বিপ্লব ও বিপ্লবী জনতার সাহসের কথা বলতে চাই।

সেই কবিতায় আমি,
সত্য ও স্বাধীনতার কথা বলতে চাই
মা ও মাতৃভূমির কথা বলতে চাই,
আমার ভালবাসা ও অভিমানের কথা বলতে চাই
গণতন্ত্র ও মুক্তির কথা বলতে চাই।

সেই কবিতায় আমি,
আমার পূর্বপুরুষ ও তাদের ত্যাগের কথা বলতে চাই
তাদের সরলতা ও বীরত্বের কথা বলতে চাই
তাদের কঠোর পরিশ্রম ও মানবেতর জীবনের কথা বলতে চাই।

সেই কবিতায় আমি,
নারী ও পুরুষের সমতার কথা বলতে চাই
বঙ্গবন্ধু ও তাঁর স্বপ্নের কথা বলতে চাই
ছিন্নমূল মানুষের প্রতি হওয়া অবিচারের কথা বলতে চাই
বায়ান্ন, ঊনসত্তর আর একাত্তরের কথা বলতে চাই।

সেই কবিতায় আমি,
অপযৌনতা ও ধর্মান্ধতার বিরুদ্ধে বলতে চাই
ধর্ষণ ও গণহত্যার বিরুদ্ধে বলতে চাই
রাজাকারের ধৃষ্টতা ও জাতির জনক হত্যার কথা বলতে চাই
বিশ্বাসঘাতক ও মুখোশধারী ভালো মানুষের কথা বলতে চাই।

ওরে ব্যস্ততা, তুই দেনা আমায় একটু অবসর,
আমি তুলতে যে চাই
না বলা কথায় বোনা আমার,
সেই কবিতার ছন্দে ঝড়।