দিনের নবজীবনে  থাকে আলোয় পরিস্রুত পৃথিবীর তীব্রতম উষ্ণ উল্লাস,
অথচ গোধূলীর কপাট খুলে বেরিয়ে আসে পাতা ঝরা হিমেল শূন্যতাI
ক্রমশ উদ্যত  গাঢ় আঁধার নিংড়ে নেয় আলোর সবটুকু নিশ্বাসI


প্রাক্কালে রাত্রির ঐ গভীর নীলিমায় নক্ষত্ররা স্বপ্ন ফেরি করে চলে,
অথচ ঊষার আকাশে ঝরে পরে তন্দ্রাহীন ক্লান্তি আর একরাশ স্বপ্ন হারানোর বিষন্নতাI
দিনের প্রজ্জ্বলিত বর্ণে স্বপ্নের রং বড় পান্ডুর দেখায়I


প্রারম্ভে সবকিছুই প্রস্ফুটিত সুস্বাস্থ্যময় হয়,
কিন্তু সমাপ্তি জুড়ে অধিকাংশই উচ্চারিত হয় জড়াগ্রস্ত বিবর্ণতাI
তবুওতো হৃদয় অবোধ  স্বৈরাচারীর মত  সূচনার অঙ্কুরণ চায়I