দরজায় খিল দিয়ে বা শিকল পরিয়ে,
কোন শাসনে আমি আমার করে তাকে আটকে রাখতে পারিনি।
ছুটে গেছে মন, অবশীভূতা বালিকার মতন,
যে দিকে পেয়েছে ভালোলাগার প্রলুব্ধ শিহরণ।
ভোরের শিউলি, এমনকি ঘাসের গুঁড়ো গুঁড়ো শিশির চোখ এড়ায়নি তার,
দুরন্ত তৃষ্ণায় ছুটে গেছে, দু'হাতে ভরে তুলেছে স্পর্শ সুখ।
কোন ব্যথিত প্রেমিকার মত মেঘকে ভালোবেসে লিখেছে সহস্র কবিতা।
প্রান্তর মাঠ হয়ে, ঐ নীলাভ আকাশকে ইশারায় ডেকেছে।
ঢেউয়ের সাথে ছুটে গেছে মন, দেখেছে সাগর, দেখেছে কত মণি মুক্তো,
প্রগাঢ় আলিঙ্গনে ঢেউ এর ন্যায়, সেও ভালোবেসেছে সমুদ্রকে তার প্রেমিক মানুষটির মত।
কখনো উন্মত্তা বর্ষণ, কখনো স্নিগ্ধ জোছনা হয়ে,
মন প্রেমকে ছুয়েছে আপাদমস্তক, ভিতর ও বাইরে।
দক্ষিণা বাতায়ন খুলে বাউলিয়া বাতাসের সাথে,
হয়েছে মন ভীষণ নিরুদ্দেশ,
কত দেশ, মহাদেশ, কত প্রাঙ্গণ ঘুরে ফিরেছে ভবঘুরের বেশে।
খুব অবাধ্যের মত, হ্যাঁ খুব অবাধ্যের মত,
যখন যা ইচ্ছে, মন নিজের মত করে বেঁচেছে,
নিজের মত করে ভালোবেসেছে।
কোন শাসনে আমি তাকে আটকাতে পারিনি,
আমার হয়েও,  কোনোদিন মন আমার হয়নি।