আক্রোশে, টেনে উপড়ে ফেলছিলাম স্মৃতির দৃঢ় শিকড়।
যা আছে তোমার অবশিষ্টাংশ,
নিজেকে নিংড়ে,
ছুঁড়ে ফেলে দিচ্ছিলাম সব।
সমস্ত বোধের উৎস হতে, আওড়ে যাচ্ছিলাম, নাহ্ আর দেখতে চাইনা জানতে চাইনা তোমায়।
তোমার নামের অপ্রেম কুড়িয়ে,নিজের স্বমূল কে বীভৎস ভাবে বিদ্ধ করছিলাম।
আকস্মা তখন ফোন বেজে ওঠার শব্দ,
ভেসে এল পরিচিত সেই কন্ঠ,
........কেমন আছ?
তারপর হঠাৎ যেন সব পাল্টে গেল,
একবুক শ্রাবন দু'চোখে,
তোমায় আরোও ভীষণ ভালোবাসতে ইচ্ছা হল।