এ কেমন ব্যামো হয়েছে আমার!


মনে হচ্ছে, তুমি ছাড়া পৃথিবীটা এক্কেবারে ফাঁকা।
মনে হচ্ছে, তুমি ছাড়া আমি হাড় মাংসের শুধুমাত্র একটা শীতল স্তোপ।
অথচ তুমি  ছুঁলে পরেই, অনুভূতিরা হুলুস্থুল ভাবে ছুটে আসছে।
প্রতিদিন আরেকটু বেশি  নিজেকে ভালোবেসে ফেলছি।


যখন কোন কাজে মন বসছে না,
ভীষণ অস্থিরতা নিয়ে ব্যালকনির এপাশ ওপাশ ছুটে বেড়াচ্ছি,
হৃদয়ের কোলাহলে নিজেকে আপ্রাণ গোছানোর চেষ্টা করছি,
ঠিক তখনি মুঠো ফোনে তোমার ছোট্ট বার্তা, যেন আমার স্নায়ুসন্নিধ্যি গুলিতে স্থিরতার হিম ছিটিয়ে দিচ্ছে।


তোমার স্মৃতিচারণায় আমার পরিচর্যাহীন লণ্ডভণ্ড শব্দগুচ্ছ হয়ে উঠছে পরিপুষ্ট এবং শ্রুতিমধুর।


কেমন যেন দৃষ্টিহীন হয়ে গেল আমার নিজস্ব কল্পনা, ভালোলাগা গুলো,
তোমার ভালোলাগার চাহিদায় নিজেকে সাজিয়ে তুলছি নিঁখুত ভাবে।


তুমি আসলে মনে হচ্ছে স্বপ্নেরা নীল প্রজাপতি হয়ে আমার আঙিনায় এলো,
তুমি চলে গেলে মনে হচ্ছে পৃথিবী অর্থহীন।


তোমায় ছাড়া আর কিচ্ছু ভাবতে পারছিনা..আর কিচ্ছুটিনা।


আমায় নিয়ন্ত্রণের ডানা গুলো কেটে তোমার হাতে দিয়ে, এখন শুধু অসহায়ের মত ছটফট করতে থাকি।
এখন শুধু সকাল, বিকেল, রাত একবুক তৃষ্ণা নিয়ে পোষা পাখিটির মত, বসে থাকি তোমার অপেক্ষায়।


বুঝিনিতো আগে ভালোবাসা মানুষকে এতটা অচল এতটা নির্ভরশীল করে দেয়!