হতেই পার তুমি ব্যাপক রুক্ষ, শুষ্ক,
কোন পাথরের ন্যায় কঠিন,  
আমি ভালোবাসবো।


নাই বা হলে পরিপাটি বা সাজানো গোছানো, সুখী ফুলদানিটা মতো,
যদি হও এলোথেলো, দখিনা হাওয়ার মতো দামাল ভবঘুরে..
আমি ভালোবাসবো।


তোমায় জানতে গিয়ে,
যদি খুঁজে পাই শুধুই কান্নার প্রতিশ্রুতি,
আমি ভালোবাসবো।


যদি গোলাপ নাই বা দাও,
তার বদলে দাও অবহেলা, অনাদর এর মত কুরে কুরে খাওয়া অসুখ,
সযত্নে ভালোবাসবো।


কাছে কিংবা যদি রও মাপহীন প্রগাঢ়  দূরত্বে,
আমি আরোও বেশি ভালোবাসবো।


ঐ যে রঙচঙে ঐ সুখ নামক পালকখানি,
যা  সবাই খোঁপায় গুঁজে,
তা আমায় নাই বা দিলে,
তোমায় ভালোবাসতে গিয়ে যদি বুকে পুষতে হয় এক সমুদ্র আগুন,
আমি ভালোবাসবো।


স্বপ্ন আমায় নাই বা দিলে,
যদি আমার অস্তিত্ব জুড়ে,
ছুড়ে দাও নীল নিঃসঙ্গতার কালশিটে,
আমি ভালোবাসবো।


ধরো যদি তোমার হৃদয়ের দ্বারে আজন্ম বসে থাকি, তবুও যদি প্রবেশাধিকার না পাই..
আমি ভালবাসবো।


নিজেকে নিংড়ে, পিষে যা আছে আমার তার সবটুকু দিয়ে ভালোবাসবো।


আমায় নাই বা বাসলে ভালো কখনো....
নাই বা বাসলে ভালো আমার মতো করে..
আকাশের নীলে লিখলাম আজ এই প্রতিশ্রুতি..
আমি আমৃত্যু ভালোবাসবো তোমায় আমার মত করে।।