এক অদৃশ্য আগুনে পুড়েছি না জানি কত পক্ষ কাল,
ঠিক মনে নেই।
ব্যাকস্পেস কেড়েছে মুঠো ফোনে ছাঁটা লক্ষ কোটি অক্ষর,
ভাবের অঙ্কুরণ তারা পায়নি।
ঠোঁটের জড়তা কাটিয়ে উঠতে পারেনি অনুভূতিরাও,
চোখে অজাতক শব্দের ছটফট ছটফট।
ভীত, আহত মৃগের ন্যায়,
নিজেকে দৃষ্টির বাইরে টেনেছি বারে বার।
সে কত বার স্পর্শের উদ্যত হাত গুটিয়ে,
নীরবতার সাথে আপোষ করেছি,
ঠিক মনে নেই।
রাতের সুষমায় মিলায়ে মনের মাধুরী,
এঁকেছি প্রিয় গোপন ছবিখানি।
সন্তর্পণে, আড়ালে, একাকী ডায়েরির পাতা জেনেছে না বলা সে সব কথা,
যা কখনো গন্তব্য ভেদ করেতে পারেনি।


খুব সহজেই ভালোবেসে  ফেলেছিলেম।
ভালোবাসি' তত সহজে বলতে পারিনি।