এখন তোমার কথা মনে হলে,
সহসাই আমি স্বপ্নের চুড়ান্ত সীমানা ছুঁতে পারিনা।
বরং যতবার তুমি অনুভূত হও,
আমি ভীষণ শূন্যতা গোগ্রাসে গিলি।
আমার চোখ বয়ে নেমে আসে,
অভিমানদের তীব্র দহন।
আকাশ জুড়ে ছেয়ে থাকে স্বপ্নহীন পাংশুটে চাঁদ।
তোমার প্রতিটি অস্তিত্ব এখন,
বুনে যায় অপ্রাপ্তির অতল বিষাদ।
জানো, আমার সমস্তটাই এখন স্মৃতিরান্য।
আর সেখানে তুমি স্পর্শ রাখলেই,
স্মৃতিরা বিষাক্ত কেউটের মত ধাবমান হয়।
অবিশ্বাস্য ভয়ঙ্কর জীবন মৃত্যুর স্বাদ আস্বাদন করি আমি।
অমরণশীল অতৃপ্ততার কফিনে, আমি নিজেকেই নিজের মধ্যে সমাধিস্থ করি।
তুমি বরং অনেক দূরে চলে যাও।
এতটা দূরত্ব হোক আমাদের মাঝে, যার পরিমাপ মানুষ এখন শেখেনি।
বোঝনা কেন! দূরত্ব নয় তোমার সান্নিধ্য আর বেশি কষ্ট প্রদায়িনী।