মেঘের আড়াল থেকে সুয্যি
দিচ্ছে না আর উকি।
অঝোরবৃষ্টি হচ্ছে না  শেষ
কেমনে তাকে  রুখি।।


ঘর ছিল তার জলের তলায়
গৃহ পালিতরা নেই বেঁচে।
ভাসতে ভাসতে জলের মধ্যে
স্বর্গ রাজ্যে গেছে।।


চাল চুলো আর নেই যে তাদের
পথেই হবে বাস।
হাজার মানুষ দিসে হারা
চলছে  সর্বনাশ।।