সকাল থেকে আজ যে শুরু
টাপুর টুপুর বৃষ্টি।
কেমন করে পড়ে ঝরে
কে করেছে সৃষ্টি।।


জানালা দিয়ে দেখি যত
গাছ গুলো সব ভিজে।
ওদের কাছে নেইযে ছাতা
দেয়নি কিনে কেওযে।।


পাখির বাসা যাচ্ছে ভিজে
কাঁদছে তুলে হাত।
এমন দিনে ওদের দেখে
কেও দেয়নি সাথ।।


ব্যাঙের রাজা গান ধরেছে
সুর তুলেছে তুঙ্গে।
সুয্যি মামাও যায়নি দেখা
ঘুমিয়ে মায়ের সঙ্গে।।


পুকুর পাড়ে হাঁস গুলো সব
করছে সুখে খেলা।
এদিন কারো সুখের অতি
কারো অসময় বেলা।।