সাঁঝ বেলাতে বরষা এলো
হঠাৎ যেন ঝেঁপে।
ভিজল আমার দেহের শাড়ী
উঠল শরীর কেঁপে।


এই অবেলায় ভিজলো দেহ
ভিজলো আমার মন।
বরষা সিক্ত হৃদয় আমার
খোঁজে আপনজন।


এলোমেলো হাওয়ার টানে
ভিজলো মাথার কেশ।
টপটপিয়ে ঝরছে সে জল
লাগছে আমার বেশ।


বরষা ধারার পরশ পেয়ে
ইচ্ছে জাগে মনে।
সৃষ্টি সুখের গোপন খবর
জাগে মনের কোনে।


ভিজিয়ে দিলো শাড়ী আমার
ফেললো বড়ই লাজে।
এই অবেলায় ভেজার পরে
মন বসেকি কাজে ??