সকাল বেলা আলো ছায়ার
চলছে আজব খেলা।
এক পলকে মেঘলা আকাশ
হঠাৎ আলোর মেলা।


হঠাৎ জোরে নামলো বরষা
যেন অঝোর ধারায়।
চোখের পলক পড়ার আগে
হঠাৎ আঁধার ঘনায়।


মেঘ সরিয়ে হাসছে সূর্য
ছড়িয়ে রঙিন আলো।
কোথা থেকে মেঘেরা এসে
করে দিল সব কালো।


পাখিরা আজ বেরিয়েছিল
তাদের খাবার খোঁজে।
হঠাৎ জোরে বৃষ্টি আসায়
সবাই গেল ভিজে।


আলো ছায়ার চলছে খেলা
আজকে সকাল থেকে।
আকাশও তাই কালো মেঘে
এখনও আছে ঢেকে।


বইছে বাতাস প্রবল বেগে
দুলছে গাছের মাথা।
হাওয়ার তোড়ে উড়ছে দেখ
গাছের ঝরা পাতা।