একটু আধটু আশাও ছুঁড়ে দেওয়া যায়।
মনের গভীর থেকে,
এক টুকরো বিস্কুটের মতো।


হয়তো সেটা নিয়েই কেউ বেঁচে থাকবে।
সারা জীবন ধরে,
অন্তরে অপেক্ষার বীজ বুনে।


মনে মনে হারিয়ে যাবে নতুন কোনো দেশে।
কিছুক্ষনের তরে,
সেখানে বসে মনের কথা বলবে।


সেই সব কথা যার কোনো শুরু নেই।
নেই কোনো অন্ত,
সবই শুধু কল্পনায় গাঁথা।


সময় যাবে বয়ে জীবনের ঘূর্ণিপাকে।
তবু মনে রবে যাবে স্মৃতি,
হয়তো বিস্মৃতির ঘন আঁধারে।


অন্তহীন গিরিখাদের মুখে দাঁড়িয়ে আছি।
তবুও বুকে অনন্ত আশা,
বুঝিয়ে বলার নেই কোনো ভাষা।