আষাঢ় এলো ঝরছে অঝোর বৃষ্টি,
যার ছোঁয়াতে নবীন প্রাণের সৃষ্টি।


আষাঢ় আসে সাথে নিয়ে ছন্দ,
আষাঢ়ে পাই ভিজে মাটির গন্ধ।


আষাঢ় আনে রঙিন ফুলের মেলা,
ফুলের বনে মৌমাছিদের খেলা।


আকাশে আজ মেঘের আনাগোনা,
ভাসছে তারা মেলে তাদের ডানা।


নদীর বুকে উঠলো বিষম ঢেউ,
ডিঙি নিয়ে যাবেনা আজ কেউ।


প্রকৃতি তাই আজকে সবুজ সাজে,
দেখে সে রূপ মন বসে কি কাজে!!


ঔই যে দুরে সবুজ মাঠের পরে,
ভিজছে গরু সারাটি দিন ধরে।


ভোর বেলাতে গাইছে পাখি গান,
যে গান শুনে খুশিতে ভরে প্রাণ।


মাঠ ভরেছে সবুজ ধানের গাছে,
মনমিতালী নেইকো আজ কাছে।


কবিরা তাই লিখছে কলম হাতে,
সুখ দু:খের বার্তা আছে তাতে।