দুপুরের ঘুম ভাঙলো এখন
একটা মিষ্টি ডাকে।
চায়ের কাপে চুমুক দিলাম
তোমার মুখটা দেখে।


বৃষ্টি ভেজা দুপুরটা আজ
কাটলো ঘুমের ঘোরে।
ঝমঝমিয়ে ঝরলো বরষা
সারা দুপুর ধরে।


একটু পরেই নামবে আঁধার
ফিরবে সবাই ঘরে।
আমি তখন দেখবো তোমায়
আমার দুচোখ ভরে।


তোমার কালো রেখে মাথা
বলবো মনের কথা।
দুর হবে যত মনের ভিতর
লুকিয়ে থাকা ব্যথা।


গলির মুখের দোকানটাতে
ভাজছে তেলেভাজা।
চপ বেগুনী পেয়াঁজি আর
গরম গরম গজা।


সাঁঝ বেলাতে জমবে আড্ডা
তেলেভাজার সাথে।
সাজিয়ে যখন দেবে আমায়
তুমি নিজের হাতে।


জানলা দিয়ে শীতল  হাওয়া
লাগছে এসে গায়।
খুশির ছোঁয়ায় মনে অনেক
ছন্দ এসে যায়।