কচি কচি ফুল গুলি ফুটে আছে
অনেক ভরসা নিয়ে।
মুখে হাসি আর বুকে নিয়ে বল
জীর্ণ প্রাচিরের গায়ে।


ভরসাটা আছে তাই ব্যাথাহীন হয়ে
খুশিতে দোলায় মাথা।
নেই মাটি, জল শুধু বাঁচার তাগিদে
তবু ভালো আছে সেথা।


নেই হানা হানি নেই কোন বিদ্বেষ
পেয়েছে বাঁচার ভরসা।
নেই আড়ম্বর নেই কোন বিলাসিতা
বুকে আছে শুধু আশা।


এসেছে এবার বরষা এটাই ভরসা
তাই জ্বালা নেই বুকে।
আছে প্রেম আছে শুধু ভালবাসা
রবে খুশি গায়ে মেখে।


ওরা ফুটে রয় কচি কচি থোকা থোকা
আগাছার আবডালে।
ফিরেও দেখেনা কেউ তবু আছে ফুটে
প্রাচিরের ছায়াতলে।