ভুতোর মায়ের শ্রাদ্ধ আজ,
তাই মহা হই চই।
কারো পাতে জ্যান্ত ল্যাটা,
কারো পাতে কই।


দই এর হাঁড়ি হাতে নিয়ে,
শাকচুন্নী এলো।
পেট টি ভরে স্কন্ধ কাটা,
চেটে পুটে খেলো।


ব্রহ্মদত্যির উপোস আজ,
করবে ফলাহার।
তাই নিয়ে বিষম গোল,
থামানো হলো ভার।


মামদোর ভাই হুমদো বলে,
ভুতোকে আন ধরে।
মায়ের শ্রাদ্ধে কোন সাহসে,
এমন কান্ড করে।


মেছো ভুতটা মাছের গন্ধ,
পাচ্ছে সকল পদে।
বলছে হেঁকে কোন রাঁধুনী,
এমনতর রাঁধে ?


যেইনা হঠাৎ সাহেব ভুত,
হাজির হোলো সেথা।
চুপটি করে খেলো সবাই,
একটিও নেই কথা।