তুমি কি কখনো গোধুলির রঙ মেখেছো ?
অবাক নয়নে কারো পানে চেয়ে থেকেছো।
গোধূলির ম্লান আলোয় কিছু কি খুঁজেছো?
হয়তো ভোরের স্নিগ্ধতায় শুধু মুগ্ধ হয়েছো।


অনুভব করনি কারন এসব করতে ভয় পাও !
যদি গোধুলীর রঙে নিজেকে হারিয়ে ফেলো!
আজ বিকেলের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি,
তবুও শুধু দুচোখ ভরে গোধুলীর রূপ দেখছি।


অনুভব করছি শুধু তোমায় গোধুলীর ছোঁয়ায়,
তুমি নীলাঞ্জনা, দেখছি তোমায় নীল আভায়।
তোমার মাঝে হারিয়ে যাওয়ায় আনন্দে কত সুখ,
কল্পনার ভেলায় ভেসে হারিয়ে গেছে সব দু:খ।


আজ পেয়েছি খুঁজে আবার জীবনের সেই স্বাদ,
হয়তো তুমি চাওনি, তবুও পেলাম তার আস্বাদ।
মনের গভীরে বেড়ে ওঠা একটা অদ্ভুত কল্পনা,
যাতে নেই কোনো খাদ, নেই ভালোবাসার ছলনা।


হয়তো সহস্র প্রেমের ডাক ছিল তোমার জীবনে,
তুমি অবলীলায় অস্বীকার করেছো বিনা কারনে।
কিন্তু আজ সব বাধা অতিক্রম করে এলে তুমি,
আজ শেষ বিকেলের প্রেম হয়ে এলে তুমি নামি।


মানুষের জীবনে প্রেম হয়তো বার বার আসে।
শেষ বিকেলের প্রেম হয়ে তুমি এলে আজ ভেসে।
বিকেলের প্রেম এভাবে আসবে আগে বুঝিনি,
সুপ্ত প্রেম ডানা মেলে উড়বে কখনো ভাবিনি।


একটা গাছ চিরদিন এক জায়গায় থাকে স্থির,
কিন্তু তার ছায়া ! তুলনায় বড্ড বেশি অস্থির।
তেমনি আমাদের মনও ছায়ার মতোই চঞ্চল, নিয়ন্ত্রনের বাইরে গিয়ে খোঁজে নিরাপদ অঞ্চল।


ভোরবেলা পাখির ডাকে আমাদের ঘুম ভাঙে,
সুমধুর সঙ্গীতে আমাদের হৃদয় আবার জাগে।
ছড়িয়ে থাকা ফুলের সুবাসে প্রেম জেগে ওঠে,
বিকেলের রক্তিম আভায় হাসি আসে ঠোঁটে।


মজে যাওয়া নদীর মনেও আশা সাগরে মিশতে,
তাই তার অদম্য ইচ্ছা সাগর অভিমুখে চলতে। চলতে চলতে হয়তো কোনদিন দেখা হবে তার,
মিলিত হবে সাগরের সাথে আরও একবার।


বিকেলের ম্লান আলোকে পেলাম তোমায় খুঁজে,
তুমিও এলে শেষ বিকেলে নীলাম্বরীর সাজে।
আজকের এই মিলন বেলা থাকবে হৃদয় জুড়ে।
এমনি করে বিকেলের প্রেম উঠলো আবার গড়ে।