চাঁদের আলো দেখেছিলেম
আকাশের ওই পারে।
আঁধার এসে এক নিমেষে
ঢেকে দিল তারে।


নামলো আঁধার ঘুটঘুটিয়ে
আমার কুঁড়ে ঘরে।
ভেঙে গেলো স্বপ্ন আমার
রাতের অন্ধকারে।


ঘুরে বেড়াই আপন মনে
ব্যর্থ আশা বুকে।
আঁধার ঘরে খুঁজে বেড়াই
রঙিন স্বপ্নটাকে।


স্বপ্ন গুলো ভাসিয়ে দিলাম
জীবন নদীর জলে।
হৃদয় ভেঙে টুকরো হোলো
আঁধার মনের তলে।


জীবন এখন বন্দী আমার
মনের কারাগারে।
জানিনা কবে নিয়ে যাবে
আমায় মুক্ত করে।


আলোর দেখা পাইনি আমি
তবুও আমি আলো।
যেদিক পানে তাকাই শুধু
দেখি রাতের কালো।


সাঁঝ বেলাতে তাকিয়ে থাকি
উঠবে কখন চাঁদ।
চাঁদ কে দেখে হৃদয় মাঝে
ভাঙলো খুশির বাঁধ।


ইচ্ছে করে চাঁদ কে এনে
রাখি ঘরের কোনে।
তাকে দেখে খুশির আলো
জ্বালাই দগ্ধ মনে।


ঘুচিয়ে আঁধার জ্বলুক আলো
আবার আমার ঘরে।
তখন আমি চাঁদের আলোয়
হৃদয় নেবো ভরে।


আজকে যেন লাগছে আমার
আসবে খুশির দিন।
চাঁদের আলোয় মিটিয়ে নেবো
এতো দিনের ঋণ।