দিনের আলো নেভার পরে,
চাঁদ উঠলো হেসে।
হারিয়ে গেল স্নিগ্ধ বিকেল,
ক্লান্ত দিনের শেষে।


দিনের শেষে সূর্য্য যখন,
পশ্চিমে দেয় ডুব।
আকাশ বাতাস স্তব্ধ হয়ে,
সবকিছু হয় চুপ।


নীল আকাশের বুকে তখন,
হাজার তারার মেলা।
নানা রঙের মেঘ গুলো সব,
আকাশে করে খেলা।


একটু পরেই তলিয়ে যাবে,
সবাই ঘুমের দেশে।
ঘুমের রানী ঘুম পাড়াতে,
আসবে পরির বেশে।


দিনের শেষে ফিরছে সবাই,
আপন আপন ঘরে।
বিহঙ্গেরাও ফিরছে বাসায়,
ঝাঁকে ঝাঁকে উড়ে।


চাঁদের আলো নদীর উপর,
টলমলিয়ে পড়ছে।
সাঁঝবেলার এই কান্ড গুলো,
অনন্তকাল চলছে।