আমি এমন একটা মানুষ চাই,
যার হৃদয় হবে আকাশের মতো বিশাল।
চাঁদের আলোর মত স্নিগ্ধ হবে তার রূপ।
সূর্যের রশ্মির মতো প্রখর হবে তার তেজ।
বাতাসের গতির মতো সে হবে ক্ষিপ্র।


আমি এমন একটা মানুষ চাই,
যার হৃদয় মাঝে আশ্রয় পেলে ধন্য হবো।
যার রূপের স্নিগ্ধতায় পাগল হয়ে যাবো।
যার প্রখর তেজে নিজেকে পুড়িয়েও সুখ।
যার গতির কাছে হার মেনেও তৃপ্তি।


আমি এমন একটা মানুষ চাই,
প্রতিটি প্রভাতে তার আলোয় আলোকিত হবো।
তার ছোঁয়ায় দুর হয়ে যাবে শরীরের সব তৃষ্ণা।
তার মাঝে হারিয়ে গিয়েও পাবো অনেক সুখ।
যার কাছে নিজেকে সমর্পন করা যায়।


আমি এমন একটা মানুষ চাই,
যার আলিঙ্গনের মাঝে পাবো নির্ভরতার সুখ।
যার বুকে মাথা রাখলে পাবো অনাবিল শান্তি।
যার সাথে পর্ণকুটীরে থেকেও অট্টালিকার সুখ।
চোখ বন্ধ করে যার হাতে হাত রাখা যায়।


আমি এমন একটা মানুষ চাই,
যাকে প্রাণ ভরে ভালোবাসতে ইচ্ছে করবে।
যার ভালোবাসায় থাকবে পরিপূর্ণতার ছোঁয়া।
যার বিরহের মাঝেও থাকবে অনাবিল সুখ।
যাকে হারানোর ভয় থাকবে সর্বদা।