ভোরের শিশির ঘাসের উপর
মুক্তো সম ঝরে।
পাখির কুজনে সবার হৃদয়
খুশিতে যায় ভরে।


নানা রঙের ফুল ফুটে আছে
সবুজ ঘাসের ফাঁকে।
ঘাস ফুল বলে তাদের কথা
কেউ কি মনে রাখে ?


সকাল হলেই তবুও তারা
ফুটতে করেনা ভুল।
পায়নি তারা যোগ্য সন্মান
নয়কি তারা ফুল ?


হাজার হাজার ফুলের ভীড়ে
হারিয়ে যায় তারা।
শুধু বর্ণ দিয়েই যায় কি চেনা
যোগ্য ফুল কারা ?